Main Menu

আজ শহীদ ফারুকুজ্জামান ফারুকের ২৩তম মৃত্যু বার্ষিকী

+100%-

জামাত শিবিরের হাতে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৈত্রী নেতা শহীদ ফারুকুজ্জামান ফারুকের ২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার বিকেলে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ স্মৃতি পাঠাগারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক আবদুন নূর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ৭১এর ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি কবি জয়দুল হোসেন, জেলা কমিউনিষ্ট লীগের সম্পাদক মতিলাল বণিক, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি আবু সাঈদ খান, জেলা উদীচী সহ সভাপতি মোঃ শাহ জাহান, সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক বাহারুল ইসলাম মোল্লা, জেলা তেলগ্যাস রক্ষা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ নাসির, জেলা যুব জোটের আহ্বায়ক জিয়া কারদার নিয়ন, শহর সিপিবির নেত্রী সুকুমারী ঋষি। সভা পরিচালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন। সভায় বক্তারা শহীদ ফারুকুজ্জামান ফারুক হত্যা মামলার বিচারিক কার্যক্রম পুনরুজ্জীবিত করার দাবিসহ ফারুকের খুনী শিক্ষকদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অপসারনের দাবি জানান। একইসাথে জামাত-শিবিরের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভায় বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্নের দাবি জানান।






Shares