Main Menu

অবরোধের সমর্থনে জেলা বিএনপির মিছিল-সমাবেশ

+100%-

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এবং আগামী ৫ জানুয়ারি একদলীয় প্রহসনের নির্বাচনকে প্রতিহত করার লক্ষ্যে ১৮ দলীয় দলীয় ঐক্যজোটের ডাকা ৫ম বারের ৮৩ ঘন্টার অবরোধ কর্মসূচীর ১ম দিনে জেলা ১৮ দলীয় ঐক্যজোটের তথা জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে স্বতঃস্ফূর্থ ভাবে অবরোধ কর্মসূচী পালনকালে খন্ড খন্ড মিছিল অনুষ্ঠিত হয়। অবরোধের সমর্থনে ঘাটুরা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক অ্যাডঃ আনিছুর রহমান মঞ্জুর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডঃ শফিকুল ইসলাম, অ্যাডঃ গোলাম সারওয়ার খোকন, দপ্তর সম্পাদক এ বি এম মোমিনুল হক, সহ প্রচার সম্পাদক আলমগীর হোসেন, সহ দপ্তর সম্পাদক অ্যাডঃ আলী আজম চৌধুরী, সহ শিক্ষা সম্পাদক নিয়ামুল হক, কাউছার কমিশনার, আঙ্গুর মুন্সী, জেলা যুবদলের আহবায়ক মনির হোসেন, যুগ্ম আহবায়ক আলী আজম, পৌর যুবদলের আহবায়ক তানিম শাহেদ রিপন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা, সহ সভাপতি জুয়েল, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ হাফিজ, যুগ্ম সম্পাদক সৈয়দ তৈমুর প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান অবৈধ সরকার এক দলীয় নির্বাচনের মাধ্যমে যে দশম সংসদ নির্বাচন করতে চাচ্ছে এদেশের জনগণ ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে। ১৮ দলীয় জোট নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন প্রতিহত করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি এদেশে প্রতিষ্ঠিত করতে হবে। (প্রেস বিজ্ঞপ্তি)


Shares