Main Menu

শোক দিবসের মাহফিলের আমন্ত্রণ ও হরতাল শিথিলের আহবান আওয়ামী লীগের

+100%-

শোক দিবসের মাহফিলের আমন্ত্রণ ও হরতাল শিথিলের আহবান আওয়ামীলীগের

সোমবার বিকেলে ইন্ড্রাষ্টিয়াল স্কুল মাঠে আয়োজিত প্রয়াত জহিরুল হক খান বীর প্রতীকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আমন্ত্রণ জানাতে রবিবার সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি এডঃ হারুন আল রশিদ এমপির মৌলভী পাড়াস্থ বাসভবনে গিয়েছে জেলা আওয়ামীলীগের একটি প্রতিনিধি দল। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা পরিষদ প্রশাসক এডঃ সৈয়দ এ.কে.এম.এমদাদুল বারী, সিনিয়র সহ-সভাপতি পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু,  জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন,জেলা যুবলীগ সভাপতি এডঃ মাহবুবুল আলম খোকন অন্যান্যের মধ্যে এতে অংশ নেন।
প্রতিনিধি দলটি হারুন আল রশিদের সাথে সাক্ষাৎ করেন এবং আগামীকাল সোমবারের হরতাল শিথিলের আহবান জানান। পরে প্রতিনিধি দলটি জেলা বিএনপির সাবেক সভাপতি এডঃ আবদুস সাত্তার ভূইয়ার বাসভবনে গিয়ে তাকে আমন্ত্রণ জানান।

এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন ব্রাহ্মণবাড়িয়াটোয়েন্টিফোরডটকমকে জানান, হরতাল কেন্দ্রীয় কর্মসূচি, তাই শিথিলের সম্ভব নয়। তবে তারা মাহফিলের আমন্ত্রণ গ্রহণ করেছেন।


Shares