Main Menu

বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও পুলিশ সুপার চট্রগ্রাম রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ

+100%-


মাসব্যাপী চলা বিশেষ  অভিযানে শ্রেষ্ঠত্ব অর্জণ করেছে  ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। জেলার সকল থানায় মূলতবী সাজা ও গ্রেফতারী পরোয়ানা তামিল, তালিকাভূক্ত সন্ত্রাসী গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন সময়ে পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া এর তত্ত্বাবধানে সকল থানার অফিসার ইনচার্জগণ তাদের অধীনস্থ অফিসার ও ফোর্সের সমন্বয়ে বিশেষ টিম গঠনপূর্বক প্রতিটি থানা এলাকার সদরসহ প্রত্যন্ত এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করেন। বিশেষ অভিযান পরিচালনার ফলস্বরূপ ব্রাহ্মণবাড়িয়া জেলায় অধিক সংখ্যক ওয়ারেন্টের আসামী গ্রেফতার, অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার, বিস্ফোরক দ্রব্য উদ্ধারসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার হয়। অভিযান চলাকালীন সময়ে প্রাপ্ত সাফল্যের স্বীকৃতি স্বরূপ ডিআইজি, চট্রগ্রাম রেঞ্জ মহোদয়ের কার্যালয়ে গত ১১/০৬/২০১৩খ্রিঃ মাসিক অপরাধ পর্যালোচনায় সভায় চট্রগ্রাম রেঞ্জের ১১টি জেলার মধ্যে শ্রেষ্ট জেলা হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নির্বাচিত করা হয়। উল্লিখিত শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব মোঃ নওশের আলী, পিপিএম ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএমকে চট্টগ্রাম রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। সাধারণত চট্রগ্রাম ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে চট্রগ্রাম রেঞ্জের ১১ জেলার পুলিশ সুপারদের উপস্থিতিতে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়ে থাকে। চট্রগ্রাম বিভাগের পুলিশের বিশেষ অভিযান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালানী, দাঙ্গা-হাঙ্গামাসহ অন্যান্য অপরাধ সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়ে থাকে এবং আলোচনার পরিপ্রেক্ষিতে চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর সাফল্য বিবেচনায় শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ অফিসার নির্ধারণ করা হয়।

চট্রগ্রাম রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ সহকারী পুলিশ সুপার হিসেবে জনাব মোহাম্মদ শফিউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সদর সার্কেল, শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে জনাব মোঃ শহীদ মিয়া, জেলা গোয়েন্দা শাখা, শ্রেষ্ঠ এসআই ও মাদক/চোরাচালান মালামাল উদ্ধারকারী অফিসার হিসেবে জনাব সুমন কুমার আদিত্য, এসআই, কসবা থানা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে জনাব মোঃ শাহ আলম, এসআই, বিজয়নগর থানা, ২য় শ্রেষ্ঠ এএসআই হিসেবে মোঃ বজলুর রহমান, এএসআই, ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা, শ্রেষ্ঠ ডিএসবি অফিসার হিসেবে মোঃ আকবর হোসেন, এএসআই, জেলা বিশেষ শাখা, শ্রেষ্ঠ কনস্টেবল হিসেবে কং/৫৫৪ কাজী ফারুক, বিজয়নগর থানা এবং মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের জন্য জনাব উত্তম কুমার চক্রবর্তী, অফিসার ইনচার্জ, সরাইল থানা এবং জনাব অংশু কুমার দেব, পুলিশ পরিদর্শক(তদন্ত), বাঞ্ছারামপুর থানাসহ মোট ১০ জন অফিসারকে চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব মোঃ নওশের আলী, পিপিএম পুরস্কৃত করেন। এছাড়া চলতি বছরে চট্টগ্রাম রেঞ্জের মধ্যে পরিচালিত প্রতিটি বিশেষ অভিযানেও ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়ে আসছে এবং এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে মর্মে পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম জানান।

উল্লেখ্য যে, বিশেষ অভিযান উপলে মোট ১৬টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। তন্মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ ১০টি পুরস্কার লাভ করে।






Shares