Main Menu

বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতায় গভঃ মডেল গার্লস হাই স্কুল বিজয়ী

+100%-

প্রতিবেদক : উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়ে গেল বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০১৩। ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার ৮টি স্কুল অংশ নেয়। জেলার প্রবীণ শিক্ষাবিদ ও সুজনের সভাপতি প্রফেসর মোখলেছুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সমকালের নিজস্ব প্রতিবেদক আবদুন নূর। অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মির্জা গালিব রুমি, প্রাণি বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ তারিকুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ মোশারফ হোসেন ভূঁঞা। দূর্যোগপুর্ণ আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন বিদ্যালয়ের ক্ষুদে বিতার্কিকরা অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে জড়ো হতে থাকে। ক্ষুদে বিতার্কিক ও তাদের সমর্থকদের পদচারণায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়। যুক্তি পাল্টা যুক্তিসহ প্রানবন্ত আলোচনায় মিলনায়তনে অন্যধরনের আবহের সৃষ্টি হয়। বিতর্ক প্রতিযোগিতায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভঃ মডেল গার্লস হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, উইসডম স্কুল এন্ড কলেজ, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ ও মালেকা ছাহেব আলী উচ্চ বিদ্যালয় প্রথম রাউন্ডে অংশ নেয়। এর মধ্যে থেকে সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভঃ মডেল গার্লস হাই স্কুল, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ দ্বিতীয় পর্বে অর্থাৎ সেমিফাইনালে উঠে। এর মধ্য থেকে তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে গভঃ মডেল গার্লস হাই স্কুল ও আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ ফাইনালের মুখোমুখি হয়। চূড়ান্ত পর্যায়ে গভঃ মডেল গার্লস হাই স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় রানারআপ দল আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের রায়হান নাহার চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল বিতার্কিকদের মাঝে সনদ বিতরন করেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর মোখলেছুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে বিতার্কিকদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মির্জা গালিব রুমি, প্রাণি বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ তারিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ মোশারফ হোসেন ভূঁঞা ও অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম কুমার পাল। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সমকাল সুহৃদ সমাবেশের ইমতিয়াজ পলাশ, মোস্তফা ফেরদাউস নাঈম, মোক্তার হোসাইন প্রমুখ।






Shares