Main Menu

যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সেক্টর কমান্ডারর্স ফোরামের বিক্ষোভ

+100%-

মনিরুজ্জামান পলাশ : যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে সেক্টর কমান্ডারর্স ফোরাম। শনিবার দুপরে জেলা সদরের পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐ স্থানেই সংক্ষিপ্ত সমাবেশ করেছে।

সমাবেশে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীর প্রতীকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-আল-রশিদ, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু, পৌর মেয়র হেলাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা এডঃ তফসিরুল ইসলাম প্রমুখ।


Shares