Main Menu

জেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

+100%-

মনিরুজ্জামান পলাশ : বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জায়নামাজ পোড়ানো, খতিবকে লাঞ্চিত, মসজিদের ভেতরে বোমা নিক্ষেপ, জাতীয় পত্রিকায় অগ্নিসংযোগ, দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনার ভাংচুরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর মার্কেট সংলগ্ন গণজাগরণ মঞ্চে জেলা যুবলীগের সভাপতি এডঃ মাহবুবুল আলম খোকনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিথি ছিলেন র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীএমপি।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীর প্রতীক প্রমূখ।


Shares