Main Menu

ওস্তাদ আলাউদ্দিন খাঁর সার্ধশত জন্ম বার্ষিকী স্মরণে সাহিত্য একাডেমীর ৩০ তম বার্ষিক সভা অনুষ্ঠিত

+100%-

বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সাহিত্য একাডেমীর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর সার্ধশত জন্ম বার্ষিকী স্মরণে সাহিত্য একাডেমীর এবারের বার্ষিক সাধারণ সভা-মডেল গার্লস গভঃ হাই স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভা সংগঠনের নবীন প্রবীণ সদস্যদের এক মিলনমেলায় পরিণত হয়। সদস্যরা এ সভায় সংগঠনের ঐতিহ্য বিকাশে নয়া অঙ্গীকার করে।

সাধারণ সভা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব) জহিরুল হক খান বীর প্রতীক বলেন, সাহিত্য একাডেমী একটি অসম্প্রদায়িক প্রগতিশীল সংগঠন। এর কর্মীরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়। সাহিত্য একাডেমীর কর্মকান্ডকে সহযোগিতা করা  আমাদের নৈতিক দায়িত্ব। সাহিত্য একাডেমীর উপদেষ্টা এডভোকেট আবদুস সামাদের  সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন প্রফেসর মোঃ মোখলেছুর রহমান খান, মোঃ আলী-আকবর মজুমদার, ব্রা‏‏হ্ম‏ণবাড়িয়া প্রেসকøাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, ডাঃ শ্যামল দাশগুপ্ত, এড. আবু তাহের, ড. মাহবুব পিয়াল, ডা. আহমদ আল মামুন, মজিবুল বারী, ফাতোম বেগম, মিলি চৌধুরী, আয়েশা বারী, নেলী আকতার, রিফাত আমিন প্রমুখ।

সাধারণ সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন মিজানুর রহমান শিশির, সংগঠনিক রিপোর্ট পেশ করেন এটিএম মহসিন, প্রশিক্ষণ বিভাগের রিপোর্ট পেশ করেন অঞ্জন দাস, নাট্য বিভাগের রিপোর্ট পেশ করেন মঈন উদ্দিন, অর্থ বিভাগের রিপোর্ট পেশ করেন নূরুল আমিন, স্বাগত ভাষণ দেন এ কে এম শিবলী।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন জয়দুল হোসেন।

সভায় আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ২মার্চ পর্যন্ত সাহিত্য একাডেমীর ৩০ বছর পূর্তি উৎসব ১৪২০ উদযাপন উপলক্ষে এ কে এম শিবলীকে আহবায়ক ও এ টি এম মহসিনকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।(প্রেস রিলিজ)






Shares