Main Menu

কুখ্যাত ডাকাত আলম গ্রেফতার

+100%-

 

মঙ্গলবার ব্রাহ্মনবাড়ীয়া পৌর শহরের কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে কুখ্যাত ডাকাত সৈয়দ আলম ওরফে বলি (৩৮) কে  ব্রাহ্মনবাড়ীয়া জেলা  ডি,বির  ওসি রুপক কুমার সাহার নেতৃত্বে এস,আই মফিজ উদ্দিন ভুঁইয়া  তাকে গ্রেফতার করেছে। আলম চট্রগ্রাম জেলার পতেঙ্গা উপজেলার হোসেন আহম্মদ পাড়া গ্রামের মৃত মাহমুদ হোসেনের ছেলে। এ ব্যাপারে ডিবি শাখার এস,আই মফিজ উদ্দিন ভুইয়া জানায়, তার বিরুদ্ধে  নবীনগর, মুরাদনগর ও কসবা থানায় একাধিক মামলা রয়েছে। প্রসঙ্গতঃ কিছুদিন আগে নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামে ডাকাতি করার সময় সে গ্রামবাসীর হাতে ধরা পড়েছিল।


Shares