Main Menu

২৭ নভেম্বর ৩৪তম ঐতিহাসিক জেলা আন্দোলন ও পলু দিবস ॥ উদযাপনে ব্যাপক কর্মসূচী

+100%-

২৭ নভেম্বর সোমবার ৩৪তম ঐতিহাসিক জেলা আন্দোলন ও শহীদ ওবায়দুর রউফ পলু দিবস। প্রতি বছরই এই স্মৃতিময় দিবসটি ব্রাহ্মণবাড়িয়াবাসীর জীবনে ঘুরে ফিরে আসে। যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপনে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ বিগত বছরগুলোর ধারাবাহিকতায় ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে: ভোরে শহীদ পলুর রূহের মাগফেরাত ও দেশবাসীর সুখ সমৃদ্ধি কামনায় জেলার সকল মসজিদ মন্দির গীর্জায় দোয়া- প্রার্থণা, সকাল ৭টায় লোকনাথ দিঘীরপাড়ে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন, শোকর‌্যালী, সকাল ৯টায় শেরপুরস্থ কবরস্থানে শহীদ পলুসহ সকল মুসলিমের কবর জিয়ারত, সকাল সাড়ে ৯টায় পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠান।
দিবস উদযাপনের লক্ষ্যে গতকাল ২৫ নভেম্বর বিকেলে পৌর কমিউনিটি সেন্টার চত্বরে উদযাপন উপ কমিটির আহবায়ক তোফাজ্জল হোসেন জীবন এর সভাপতিত্বে পর্যায়ক্রমিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে কর্মসূচী সফল বাস্তবায়নে বিভিন্ন দিক আলোচনা করেন জেলা উন্নয়ন পরিষদের আহবায়ক মীর মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব এহছান উল্লাহ মাসুদ, উপ কমিটির যুগ্ম আহবায়ক আলী মাউন পিয়াস, সদস্য শেখ জাহাঙ্গীর, সাবেক পৌর কাউন্সিলর আহসান উল্লাহ্ হাসান, আবুল হাসনাত অপু, এম এ মালেক প্রমুখ।






Shares