Main Menu

২৭ ডিসেম্বর লাগাতার পরিবহন ধর্মঘট সফল করার লক্ষ্যে যৌথ সভা

+100%-

bus_accident

গত ১৭ ডিসেম্বর’২০১৬, শনিবার মেড্ডাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির প্রধান কার্যালয়ে আগামী ২৭ ডিসেম্বর পরিবহন ধর্মঘট সফল করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সমন্বয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত নেতৃবৃন্দ প্রত্যেকেই নিজ নিজ বক্তব্য উল্লেখ্য করেন যে, এমনিতেই আমাদের ব্যবসায় মারাত্মক দূর্দিন চলিতেছে তার উপর জেলা সড়ক-মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা এবং নির্মাণ সামগ্রী রাখায় তাছাড়া সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত যানবাহন চলাচল বৃদ্ধি পাওয়ায় মারাত্মক দুর্ঘটনাসহ ব্যাপক প্রাণহানী গঠিতে পারে বিধায় আমরা মারাত্মকভাবে আতঙ্কিত। এমতাবস্থায় আগামী ২৫/১২/২০১৬ ইং তারিখের মধ্যে যদি আমাদের বাচা মরার দাবী জেলার সকল সড়ক-মহাসড়কের পাশে অবৈধ স্থাপনাসহ ইট, বালু এবং নির্মাণ সামগ্রী অপসারণ করতে হবে। বাস মালিক নেতৃবৃন্দ এবং পরিবহন শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোল প্লাজা হইতে মাধবপুর পর্যন্ত এবং সরাইল বিশ্বরোড খাটিহাতা মোড় হইতে কুমিল্লা ময়নামতি মহাসড়কের কসবা কুটি-চৌমুহনী পর্যন্ত মহাসড়কে ফের স্ট্রোক ফোর হুইলার হিউম্যান হলার, লেগুনা, সিএনজি অটোরিক্সা, ট্রাক্টর, পাওয়ার ট্রেইলার, নসিমন-করিমন, বটবটিসহ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সকল প্রকার অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে হবে। জেলা বাস মিনিবাস মালিক সমিতি কর্তৃক দায়েরকৃত গাড়ী ভাংচুর ও চাঁদাবাজী মামলার আসামী মনসুর আলী দানাসহ সকল আসামী গ্রেফতার করতে হবে। নতুবা যেকোনো মূল্যে আগামী ২৭/১২/২০১৬ ইং তারিখ, মঙ্গলবার ভোর ৬টা হইতে লাগাতার পরিবহন ধর্মঘট সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ অহিদ মিয়া ও সভা পরিচালনা করেন মোঃ আলমগীর মিয়া। খবর বিজ্ঞপ্তির






Shares