Main Menu

সুবিধাবঞ্চিতদের নিয়ে ইফতার ও অসহায় স্বনাকে সেলাই মেসিন দিল উৎসর্গ ফাউন্ডেশন

+100%-

সাদ্দাম হোসাইন,আখাউড়া  প্রতিনিধি : সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে উৎসর্গ ফাউন্ডেশন ব্রাক্ষণবাড়িয়া আয়োজন করেছেন ইফতার মাহফিল ও প্রজেক্ট স্বাবলম্বী-১।

গতকাল সোমবার (৪ জুন) জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংলগ্ন বন্ধন কমিউনিটি সেন্টারে শতকুড়ি
ফাউন্ডেশনর সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ এসপি আবু সাঈদ (সদর দপ্তর)  ব্রাক্ষণবাড়িয়া,বিশেষ অতিথি হিসেবে ছিলেন,এ এসপি সোনিয়া পারভিন,ডি আই ও ইমতিয়াজ, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী,সহকারী শিক্ষক পংকজ দেব,পথিক টিভির ব্যবস্থাপনা পরিচালক লিটন হোসাইন জিহাদসহ প্রমুখ।

এবার উৎসর্গ ফাউন্ডেশন ব্রাক্ষণবাড়িয়ার মাধ্যমে সদরের মেড্ডা পীরবাড়ীর অসহায় স্বনাকে একিটি
সেলাই মেশিন দেওয়া হয়।

শতকুড়ি ফাউন্ডেশনের সদস্য মো সাব্বির বলেন প্রায় ৭০ জন সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি আয়োজনটিতে। ইফতার পরবর্তী সময়ে আমন্ত্রিত অতিথিরা শিশুদের সাথে বিভিন্ন অনুপ্রেরণামূলক ধর্মীয় আলোচনার মাধ্যমে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

উৎসর্গ ফাউন্ডেশন কর্তৃপক্ষ এই আয়োজন করতে পেরে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এছাড়াও এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পলি আক্তার।






Shares