Main Menu

সিসি ক্যামেরার আওতায় ব্রাহ্মণবাড়িয়া শহর

+100%-

ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের উদ্যোগে জঙ্গীবাদ ও সন্ত্রাস দমন রোধকল্পে ব্রাহ্মণবাড়িয়া শহরের গুরুত্বপূর্ণ স্থান এবং রাস্তায় ৬৪ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর মডেল থানা চও্বরে সিসি ক্যামেরা স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর -৩ অাসনের সাংসদ সদস্য মুক্তিযোদ্ধা র, অা,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স সভাপতি অাজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো.ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মেয়র নায়ার কবির, জেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অাল- মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান মো.জাহাঙ্গীর অালম।

এ সময় প্রধান অতিথি বলেন, এ সিসি ক্যামেরা স্থাপনের ফলে শহরবাসীর নিরাপত্তা আরো সুদৃঢ় হবে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধ পরিকর।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।






Shares