Main Menu

সরকার অবহেলিতদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে — পৌর মেয়র নায়ার কবীর

+100%-

index

পৌর মেয়রের আন্তরিকতা ॥ হিজরাদের কর্মসংস্থানের সুযোগ গ্রহণের পরামর্শ

প্রতিনিধি ॥পৌর মেয়র নায়ার কবীর হিজরাদের স্বাভাবিক জীবন যাপন এবং সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের পরামর্শ দিয়েছেন। তিন বলেন, বর্তমান সরকার হিজরাদের স্বাভাবিক মর্যাদা পূর্ণ জীবন যাপননের জন্য আত্মনির্র্ভরশীল হওয়া ও কর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে তা বাস্তবায়ন করছে। সমাজসেবা বিভাগের মাধ্যমে কর্মসংস্থানের জন্য বিভিন্ন বিষয়ে তাদের প্রশিক্ষণ এবং ঋণ সুবিধা দেয়া হচ্ছে। এতে অনেকেই সুবিধা পেয়ে মর্যাদাপূর্ণ জীবন যাপন করছে।
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে এক বিয়ের অনুষ্ঠানে হিজরাদের একটি দলকে দেখে তিনি তাদের খোঁজখবর নেন। তিনি তাদের মানুষের কাছে হাত না বিছিয়ে কর্মের লক্ষে সমাজসেবা বিভাগে প্রশিক্ষণ গ্রহণের তাগাদা দেন। তিনি তাদের প্রত্যেককে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের বিজিএফ কার্ড এর ২০ কেজি করে চাউল সহায়তা প্রদান করেন। হিজরা জনগোষ্টী পৌর মেয়রের আন্তরিকতা আদর পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং প্রশিক্ষণ গ্রহণের ব্যাপারে অঙ্গীকার করেন। এ সময়ে সঙ্গে ছিলেন সাংবাদিক আল আমীন শাহীন, নজরুল ইসলাম শাহজাদা, যুবলীগ নেতা জসীম উদ্দিন রানা প্রমুখ।

 






Shares