Main Menu

সন্ত্রাস ও মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলতে সকলে একযোগে কাজ করতে হবে:: —- পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম

+100%-

DSC01051
“মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ব্যক্তিদের জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশের সম্মাননা”

গতকাল সোমবার স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সরোদমঞ্চে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশের আয়োজনে মাদক পরিহার করে স্বাভাবিক জীবন ব্যবস্থায় ফিরে আসা ব্যক্তিদের স্বাগত জানিয়ে এক ব্যতিক্রমধর্মী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার এম. এ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি এডঃ মোঃ হেলাল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী আফজাল হোসেন নেছার, স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ এর পরিচালক লায়ন ফিরোজুর রহমান ওলিও, জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের পরিচালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুরাদ খান, সাধারণ সম্পাদক মশিউর রহমান লিটন, জেলা শ্রমিক লীগের সভাপতি এডঃ কাউসার আহমেদ, আজিজুর রহমান বাচ্চু, শিমরাইলকান্দি কমিউনিটি পুলিশিং এর সভাপতি আহম্মদ হোসেন, সাধারণ সম্পাদক জমশেদ আলম প্রমুখ।

সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বলেন, সন্ত্রাস ও মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলতে সকলে একযোগে কাজ করতে হবে। মাদক ব্যবসা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তিনি মাদক ব্যবসায়ীদের আহবান জানান। অন্যথায় জেলা পুলিশ সচেতন জনগণকে সাথে নিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। কোন অবস্থাতেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্র“। আমরা জেলা পুলিশ তাদেরকে ভাল পথে ফিরে আসার জন্য সুযোগ দিয়েছি। যদি কেউ এই সুযোগকে ভিন্নভাবে নিয়ে আমাদের সাথে প্রতারণার আশ্রয় নেয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হব।

সুধী সমাবেশে মাদক ব্যবসা ছেড়ে দিয়ে ভাল পথে চলে আসার অঙ্গিকার করেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দির মোঃ আনার মিয়া, কালু মিয়া, জহিরুল ইসলাম, ভাদুঘরের কালা ঋষি, জাকির, বাবু, রাহিম, বিজয়নগর উপজেলার আনোয়ারা, আসমা খাতুন, সালেহা খাতুন, রেজিয়া খাতুনসহ ১৮জন। সমাবেশ থেকে তাদেরকে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন।






Shares