Main Menu

রামরাইল ইউনিয়নের ভুলাচং এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

+100%-

img0210a

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অন্তত দেড় হাজার ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া দুই গ্রাহককে মোট ১১ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার দুপুরে রামরাইল ইউনিয়নের ভুলাচং এলাকায় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম মুসার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম মুসা জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রামরাইল ইউনিয়নের ভুলাচং এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে অন্তত দেড় হাজার ফুট অবৈধ গ্যাস সংযোগ পাইপ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ঐ এলাকার দুই জন গ্রাহককে দশ হাজার ও এক হাজার টাকা করে মোট ১১ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন অবৈধ গ্যাস সংযোগ দেয়া ঠিকাদার মোজাহিদুল ইসলাম সেলিম মেসার্স ঝুমুর এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে ও ব্যবস্থা নেয়া হবে ।
তিনি আরো জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অ্যবাহত থাকবে।
অভিযান চলাকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






Shares