Main Menu

মুক ও বধির বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্রের কৃতিত্ব :: প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা কার্ডে আকরামের আঁকা ছবি

+100%-

DSCN1924মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত এবারের নববর্ষের শুভেচ্ছা কার্ডে স্থান পেয়েছে ব্রাহ্মণবাড়িয়া মুক ও বধির বিদ্যালয়ের বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছাত্র শিশু শিল্পী আকরাম হোসেনের আকাঁ ছবি।
সারাদেশ থেকে সংগৃহীত প্রতিবন্ধি শিশুদের আঁকা ছবি থেকে এ ছবিটি বাছাই করা হয়েছে। এ জন্য মাননীয় প্রধামন্ত্রীর পক্ষ থেকে শিশু শিল্পী আকরামকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। তার এই সফলতায় বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা খুশি। তাঁর এই কৃতিত্বে স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি তাঁকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। Akram
শহরের উত্তর শেরপুর গ্রামের আনোয়ার হোসেন ও মুন্নী আক্তারের পুত্র আকরাম হোসেন নয়নের এই কৃতিত্বে পিতা- মাতাও দারুন খুশি।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার এক বিবৃতিতে আকরামের এই কৃতিত্ব ও সফলতায় তাঁকে অভিনন্দন জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।প্রেস রিলিজ



« (পূর্বের সংবাদ)



Shares