Main Menu

মাই টিভি মুক্তিযুদ্ধের চেতনা-অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে এগিয়ে যাচ্ছে_ জেলা প্রশাসক

+100%-

নানা কর্ম সূচীর মধ্যে দিয়ে মাইটিভি দর্শক ফোরামের উদ্যোগে ব্রাহ্মনবাড়িয়ায় দর্শকপ্রিয় বেসরকারী টেলিভিশন চ্যানেল মাই টিভির ৭ম বর্ষপূর্তী ও ৮ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় প্রেসক্লাব চত্বর থেকে র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌরসভার মাহাবুবুল হুদা মিলনায়তনে আলোচনা সভা, কেককাটা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ, আ, ম, রশিদুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শাহ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, পৌর মেয়র নায়ার কবীর। স্বাগত বক্তব্য রাখেন মাই টিভির জেলা প্রতিনিধি আ. ফ. ম কাউসার এমরান।

অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক সভাপতি বিটিভি প্রতিনিধি মোহাম্মদ আরজু চ্যানেল ২৪ স্টাফ রিপোর্টার রিয়াজউদ্দিন জামি, এটিএন নিউজের ব্যুরো প্রধান পিযুষ কান্তি আচার্য্য, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আব্দুন নুর, দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন, জেলা জাসদের সভাপতি আক্তার হোসেন সাঈদ, জেলা নাগরিক ফোরামের সাধারন সম্পাদক রতন কান্তি দত্ত, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়রাহ, চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি মোঃ শাহ আলম, শ্রমিক নেতা জসীম উদ্দিন জমসেদ, কমরেড নজরুল ইসলাম সহ বিশিষ্ট জনেরা।

প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, মাইটিভি একটি জনবান্দব টিভি চ্যানেল, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সত্য ও বস্তনিষ্ট সংবাদ পরিবেশন করে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে ১২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শাহ আলী মাই টিভির জেলা প্রতিনিধিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।






Shares