Main Menu

মহিলা মাদ্রাসা শিক্ষাবোর্ডের জমাতে মিজান পরীক্ষার ফলাফল ঘোষণা

+100%-

AKJSD-1419903171মহিলা মাদ্রাসা শিক্ষাবোর্ড ব্রাহ্মণবাড়িয়ার ২০১৬ইং শিক্ষাবর্ষে জমাতে মিজান (৬ষ্ঠ শ্রেণি)’ পরীক্ষার ফলাফল গত ২৫ জুন প্রকাশ হয়েছে। উক্ত আঞ্চলিক বোর্ডে ৭২টি মহিলা মাদ্রাসা থেকে ৬৮০ জন ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। এতে ৩৭জন ছাত্রী মেধাস্থান অধিকার হয়। পাশের হার-৯১.৩২%।

উক্ত ফলাফল বোর্ডের সহ-সভাপতি আল্লামা ইসহাক’র সভাপতিত্বে বোর্ডের মহাসচিব মাওঃ মাহফুজুল হক এই ফলাফল ঘোষনা করেন। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা হাফেজ জুবাইর আহমেদ আনসারী, মাওঃ আলী আজম কাসেমী, মাওঃ মফিজুল ইসলাম, মাওঃ মুফ্তী আবদুল্লাহ, মাওঃ মঈনুল ইসলাম, মাওঃ এনামুল হক, মাওঃ কাজী মঈনুদ্দীন, মাওঃ জালাল উদ্দিন, মাওঃ এরশাদুল ইসলাম, মুফ্তী মুনির হুসাইন আজিজী, মুফ্তী নাজমুল হক ছাদেরী, মুফ্তী মনির হুসাইন, মাওঃ ইসহাক, মাওঃ আমিনুল ইসলাম প্রমুখ মাদ্রাসার মোহতামিমগণ উপস্থিত ছিলেন।প্রেস রিলিজ






Shares