Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় পিইসি পরীক্ষা::জিপিএ-৫–এ মেয়েরা এগিয়ে

+100%-

%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%beডেস্ক ২৪:: প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হারে ছেলেরা মেয়েদের চেয়ে সামান্য এগিয়ে আছে। তবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক এগিয়ে।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় পিইসি পরীক্ষায় এবার ৬৭ হাজার ২৬১ জন অংশ নিয়েছিল। এদের মধ্যে পাস করেছে ৬৭ হাজার ১৬৯ জন। পাসের হার ৯৯ দশমিক ৭৭। ছেলেদের ক্ষেত্রে এটা ৯৯ দশমিক ৭৯; মেয়েদের ক্ষেত্রে ৯৯ দশমিক ৭৬। জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৮৪ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৩ হাজার ২২৫ ও ছাত্র ২ হাজার ২৫৯ জন।
অন্যদিকে ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৬ দশমিক ১০। জিপিএ-৫ পেয়েছে মাত্র ২৮ জন। এর মধ্যে ১৭ জন ছেলে ও ১১ জন মেয়ে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক প্রথম আলোকে বলেন, জেলায় সার্বিকভাবে পাসের হার এবার তুলনামূলকভাবে ভালো হয়েছে।






Shares