Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ২জন আক্রান্ত, ২২১ জনের নমুনায় পজিটিভ ১৪

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ২২১ জনের নমুনা করোনা ভাইরাসের পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর ফলাফল এসেছে ১৬৫ জনের। যাতে মোট ১৪ জন ভাইরাসে আক্রান্ত আর ১৫১ জনের ফলাফল নেগেটিভ এসেছে। আক্রান্ত ১৪ জনের মধ্যে দুইজন মারা গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ্ ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানিয়েছেন।

নতুন করে বৃহস্পতিবার আক্রান্তরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা আক্রান্ত হয়ে মৃত শাহ আলমের তিন বছরের মেয়ে এবং ছোট ভাই। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেন জানান, গত ৮ এপ্রিল শাহ আলম মারা যাওয়ার পর তার পরিবারেরর সদস‌্যদের নমুনা ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে রিপোর্ট এসেছে। তাতে দুই জন করোনা সংক্রমিত বলে জানানো হয়েছে।’ এর আগে শাহ আলমের মৃত‌্যুর পর তার স্ত্রীরও করোনা পজেটিভ আসে। সে কারণে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।






Shares