Main Menu

বর্তমান প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে হবে —————– বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আনোয়ার হোসেন

+100%-

মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলার পঞ্চম দিন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আনোয়ার হোসেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক গ্রেড-১ প্রফেসর ফাহিমা খাতুনের এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজন’র সভাপতি ডাঃ মোঃ আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সামসুল হক, প্রেসক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ আয়েশা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ হরিলাল দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের আহবায়ক ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট প্রাবন্ধিক মানবর্দ্ধন পাল, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলী আকবর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, উদীচি’র সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী স্বপন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আনোয়ার হোসেন বলেন, যারা ১৯৭১ সনের ১৪ ডিসেম্বরে বাংলার বুদ্ধিজীবিদের হত্যা করেছিল তারা চেয়েছিল বাংলাদেশকে পঙ্গু করে দিতে। কিন্তু তাদের স্বপ্ন সেদিন পূরণ হয়নি। তবে তারা থেমে থাকেনি। এখনো তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে বাংলাদেশের বিরুদ্ধে। তাদের প্রতি আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। তারা যেন আমাদের দেশটাকে কোনরকম ক্ষতির মুখে নিতে না পারে। তিনি এ সময় বলেন, আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে হবে। কারণ তারাই তো একদিন এই দেশের নেতৃত্ব দিবে। তাদেরকে দেশ সম্বন্ধে জানতে হবে।
পরে আলোচনা শেষে শিশু একাডেমি ও বৈশাখী শিল্পগোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)






Shares