Main Menu

পৌর সম্পদ রক্ষণাবেক্ষণে পৌর নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ —–ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির

+100%-

শুক্রবার সকালে শহরের ৯নং ওয়ার্ডের ডাকবাংলা মোড় মুন্সি আব্দুল কাদির সড়ক সংস্কার কাজ শেষে নামফলক উন্মোচন করলেন পৌর মেয়র ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, ব্রাহ্মণবাড়িয়ার গবেষক মুহম্মদ মুসা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক সেন্টারের সাধারণ সম্পাদক শওকত হায়াত খান, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কবির তপন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ জামাল খান, বিশিষ্ট মুরুব্বী আবু হোসেন, আবুল কালাম মাষ্ঠার, হাজী চাঁন মিয়া, মনির হোসেন টিটু, সৈয়দ রাসেল, যুবলীগ নেতা হান্নান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

মুন্সি আব্দুল কাদির সড়ক সংস্কার কাজ শেষে নামফলক উন্মোচনকালে পৌর মেয়র নায়ার কবির বলেন, পৌর সম্পদ রক্ষণাবেক্ষণে পৌর নাগরিকদের সচেতন ভূমিকা পালন করতে হবে। বাড়ির আশপাশে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ঠ স্থানে ময়লা ফেলুন। যাতে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা সহজেই পরিস্কার করতে পারে। এ সময় তিনি আরো বলেন, বাড়ি নির্মাণের প্রয়োজনীয় নির্মাণসামগ্রী পৌরসভার রাস্তা ঘাটে রেখে রাস্তা- ঘাট নষ্ট করবেন না। তিনি বলেন, মুন্সি আব্দুল কাদির সড়কটি শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক। তাই পৌরসভার পাশাপাশি আশপাশের পৌর নাগরিকদেরকেই এর রক্ষণাবেক্ষণ করতে হবে। পরে তিনি ৯নং ওয়ার্ডের মৌড়াইলের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন ও খোজ খবর নেন।






Shares