Main Menu

পরিচ্ছন্নতা একটি মানুষকে সুস্থ রাখতে সবচেয়ে বেশি সহায়তা করে –জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

+100%-

dc“উন্নত স্যানিটেশন সুস্থ জীবন, হাত ধোয়ার অভ্যাস গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৬ উপলক্ষে গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে স্থানীয় লোকনাথ দিঘীর ময়দান হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুমন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বশিরুল হক ভূইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজন কুমার দাস প্রমুখ। পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওঃ অলিউল্লাহ্, পবিত্র গীতা পাঠ করেন রিয়া দেব।

সভা পরিচালনা করেন স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহীন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, স্বাস্থ্যই সকল সুখের মুল। উন্নত মানুষ গড়ে তুলতে হলে মানব সম্পদের উন্নয়ন করতে হবে। স্বাস্থ্যের প্রতি সবচেয়ে বেশি যত্নবান হতে হবে। স্যানিটেশন ব্যবস্থা স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি এ সময় আরো বলেন, আমাদের খাবার গ্রহণের আগে ও পরে ভালো করে হাত ধোয়া অত্যন্ত জরুরী। পরিচ্ছন্নতা একটি মানুষকে সুস্থ রাখতে সবচেয়ে বেশি সহায়তা করে। তাই আমাদের জীবনের সাথে পরিচ্ছন্নতা জরুরী। পরিচ্ছন্ন থাকলে মানুষের শরীর ও মন ভালো থাকে।






Shares