Main Menu

শিক্ষক মনোয়ারা বেগম ছিলেন কর্মদক্ষ ও সৎ নিষ্ঠাবান শিক্ষক:: শোকসভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক

+100%-

subশহরের মৌড়াইলে সাহেরা গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগমের অকাল মৃত্যুতে শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিল গতকাল রোববার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পিটিআই ইন্সটিটিউটের অবঃ সুপারিনটেনডেন্ট জেসমিন খানম, ইউআরসি কর্মকর্তা জিন্নাতুন নাহার, আবুল হাসনাত মোঃ জহিরুল ইসলাম ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, মোঃ কামাল উদ্দিন, ইখতিয়ার সরকার, হাসনা বেগম, মুর্শেদা আক্তার, ক্বারী আনিছুর রহমান, মরহুমের পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ছেলে মুজাক্কির রহমান সজীব প্রমুখ। সভা পরিচালনা করেন শিক্ষক নেতা মোঃ দেওয়ান হাফিজ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ নুরুল্লাহ্।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক বলেন, মনোয়ারা বেগম ছিলেন কর্মদক্ষ ও সৎ নিষ্ঠাবান শিক্ষক। তিনি ছিলেন অত্যন্ত অতিথি পরায়ন মানুষ। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো লেখাপড়া করিয়েছেন। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি।প্রেস রিলিজ






Shares