Main Menu

দুর্নীতি মুক্ত বংলাদেশ গড়তে ছাত্র সমাজকে আগামীদিনের ভবিষ্যত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে :: আবদুল আজিজ ভুইয়া

+100%-

brahmanbaria dudak  picture (!)28-1-16

ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের সততা সংঘের সদস্যদের সাথে ’দুর্নীতিপ্রতিরোধে ছাত্র সমাজের ভ’মিকা’ শীর্র্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভুইয়া। তিনি বলেন,দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকের ছাত্র সমাজকে আগামীদিনের ভবিষ্যত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আবুল কালাম আজাদ ও অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন।।
ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি প্রকৌশলী রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা দুর্নীিতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আবদুল মান্নান সরকার, সাধারন সম্পাদক মোহাম্মদ ্আরজু, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সভাপতি আজিজুল হক, দুর্নীতি প্ররিােধ কমিটি আখউাড়া উপজেলা শাখার সভাপতি শাহজাদা খাদেম প্রমুখ।
সভায় বিদ্যালয়ের ছাত্ররা দুর্নীতি না করার শপথ গ্রহণ করে। শপথ বাক্য পাঠ করান অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রধান শিক্ষক চাঁদ সুলতানা খানম, প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম,প্রধান শিক্ষকমোঃ মোস্তফা কামাল,সহকারী অধ্যাপক মোঃ জুরু মিয়া, প্রধান শিক্ষকমোঃ শাহেদ আলী প্রমুখ।

সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মােখলেছুর রহমান খানের মৃত্যতে গভীর শোক প্রকাশ করা হয় এবং এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন ও দোয়া করা হয়।






Shares