Main Menu

তাণ্ডবের মামলায় এক যুবদল নেতা মো. শাহেদ গ্রেফতার

+100%-

arress2464

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত ১২ জানুয়ারি শহরের বিভিন্ন স্থাপনায় চালানো তাণ্ডবের মামলায় সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহেদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে পৌর এলাকার ছয়বাড়িয় থেকে তাকে আটক করা হয়। সে ছয়বাড়িয়া এলাকার বজলু মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, গত ১১ ও ১২ জানুয়ারী তান্ডবের ঘটনায় পুলিশের উপ পরিদর্শক মোহাম্মদ আক্কাস বাদী হয়ে ইন্ধনদাতা, নেতৃত্বের অভিযোগ এনে ৪৪ জনের নামে একটি মামলা দায়ের করেন। এই মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১১ জানুয়ারি ত্রিমুখী সংঘর্ষে আহত এক মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরদিন ১২ জানুয়ারি দিনভর বিক্ষুব্ধ মাদরাসা ছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণ, জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এসব ঘটনায় অজ্ঞাত কয়েক হাজার লোককে আসামি করে ১১টি মামলা দায়ের করা হয়েছে।






Shares