Main Menu

গুলশান হামলার অন্যতম চক্রী ‘রাজীব গান্ধী’ গ্রেফতার

+100%-

ঢাকা: শেষ পর্যন্ত জালে পড়ল গুলশন হামলার অন্যতম চক্রী রাজীব গান্ধী৷ নব্য জেএমবি জঙ্গি সংগঠনে সে এই নামেই পরিচিত৷ আসল নাম জাহাঙ্গীর আলম৷ শুক্রবার গভীর রাতে টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করেছে বাংলাদেশের জঙ্গি দমন শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ৷ রাজীব গান্ধী ছদ্ম নাম নিয়েই ভয়ঙ্কর নাশকতার পরিকল্পনা করেছিল এই জঙ্গি৷
আগেই খতম হয়েছে ঢাকার গুলশন হোলি আর্টিজান ক্যাফে হামলার মূলচক্রী তামিম চৌধুরী ওরফে বাংলার বাঘ৷ সম্প্রতি খতম করা হয় এই নাশকতার অন্যতম চক্রী মার্জানকে৷ এবার জালে এসেছে রাজীব গান্ধী৷
গত বছর পয়লা জুলাই রমজান মাসে ঢাকার অভিজাত গুলশন এলাকায় হোলি আর্টিজান ক্যাফের ভিতর হামলা চালানো হয়৷ জঙ্গিরা কুপিয়ে কুপিয়ে ও পরে গুলি করে খুন করেছিল ২০ জনকে৷ ভয়ঙ্কর সেই নাশকতায় কেঁপে গিয়েছে আন্তর্জাতিক মহল৷

২০১৪ সালের পর নব্য জেএমবির গঠন হলে রাজীবের যোগাযোগ হয় তামিম চৌধুরীর৷ নব্য জেএমবিতে রাজীব গান্ধী ছিল দ্বিতীয় কমান্ডার৷ বাংলাদেশে হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজক, বিদেশি হত্যা ও শিয়া মসজিদে হামলাসহ ২২ মামলার আসামি এই রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীর আলম৷৷সূত্র: কলকাতা২৪X৭






Shares