Main Menu

Friday, January 16th, 2015

 

জেলা তিন সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন কসবা উপজেলা প্রেসক্লাবের

কসবা প্রতিনিধি ঃ পেশাগত দায়িত্ব পালন কালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পাসপোর্ট অফিসে জেলার তিন সাংবাদিক দূর্বৃওদেও হাতে হামলার শীকার হন। প্রশাসনের নাকের ঢোগায় সাংবাদিকরা হামলার শিকার হওয়ার প্রতিবাদে গতকাল কসবা উপজেলা প্রেসক্লাবে এক প্রতিবাদসহ নিন্দা জ্ঞাপন করেন। কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালীর সভাপতিত্বে তিন সাংবাদিকের উপর হামলার নিন্দা জানিয়ে অপরাধীদের গ্রেফতারের দাবী করেন। এই সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাছির, সাংগঠনিক সম্পাদক সজল আহাম্মদ খান, অর্থ সম্পাদক আলাল হোসেন, প্রচার সম্পাদক মাশিকুর রশীদ ঢালী মুকুট, খোকন তাজ শুভু, প্রমুভ।


কসবায় খাড়েরা সুফি ছদরিয়া খালেকিয়া এতিমখানা কমপ্লেক্সের ৫শত গাছ কেটে দিয়েছে দূর্বওরা

প্রতিনিধি কসবা(ব্রাহ্মণবাড়িয়া) খ.ম.হারুনুর রশীদ ঢালী:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা সুফি ছদরিয়া খালেকিয়া এতিমখানা কমপ্লেক্্েরর রোপিত বিভিন্ন প্রজাতের ৫(পাচ)শত চারা গাছ গত বৃহস্পতিবার গভীর রাতে দূর্বওরা কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতিমখানার দায়িত্বরত সুপার মোঃ মোখলেছুর রহমান বলেন, এই প্রতিষ্ঠানটি আমার আব্বার। এতিমখানার প্রতিষ্ঠানের জাগায় লাগানো ৫শত বিভিন্ন প্রজাতের রোপিত গাছের চারা নিধন করার বিষয়টি অত্যান্ত দুঃখজনক। আমি এর প্রতিকার চাই। প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোঃসফিকুল ইসলাম বলেন,উক্ত এতিমখানার জাগায় বিভিন্ন প্রজাতের ৫শত গাছের চারা রোপন করা হয়। গত বৃস্পতিবার গভীর রাতে দৃর্বওরা সমস্ত গাছের চারা কেটে ফেলে দিয়েছে।(১৬ জানুয়ারী) গতকাল শুক্রবারবিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-বাসে আগুন, হাত বোমার বিষ্ফোরণ

শামীম উন বাছির ::টানা অবরোধের ফলে ব্রাহ্মণবাড়িয়ায় থেকে দূরপাল্টার কোন যানবাহন চলাচল করেনি। তবে শহরের অভ্যন্তরে হালকা যানবাহন সীমিত আকারে চলাচল করছে। গত বৃহষ্পতিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শেরপুর মাজার গেইট এলাকায় রাস্তায় পেট্রোলে আগুন দিয়ে ব্যারিকেড দেয় অবরোধকারীরা। এসময় একটি ট্রাকে বেশ কয়েকটি হাত বোমার বিষ্ফোরণ ঘটানো হয়। এর কিছুক্ষণ পরে পুলিশ লাইন সংলগ্ন এলাকায় একটি ট্রাক ও বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাতে শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি হাত বোমার বিষ্ফোরণের শব্দ শোনা যায়। অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গত বৃহষ্পতিবার রাত থেকে এখন পর্যন্ত ১৩জন বিএনপি নেতাকর্মীকেবিস্তারিত


অবরোধে আখাউড়া বন্দরের রপ্তানী :: প্রতিদিনকার কর্মচাঞ্চল্যতা নেই

শামীম উন বাছির ::আখাউড়া স্থলবন্দর এখন স্থবির। প্রতিদিনকার কর্মচাঞ্চল্যতা নেই। আগের মত কোলাহল নেই। শ্রমিকরা অলস সময় পাড় করছে। ২০ দলের টানা অবরোধের প্রভাবে নুয়ে পড়েছে এ বন্দরের রপ্তানী আয়। শুধু এ স্থলবন্দর থেকে লাখ লাখ ডলার রপ্তানী আয় থেকে বঞ্চিত হচ্ছে দেশ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। রপ্তানীমুখী আখাউড়া স্থলবন্দরে স্থবির হয়ে পড়েছে। হরতাল আর টানা অবরোধের প্রচন্ড প্রভাব পড়েছে বন্দরে। দেশের পূর্বাঞ্চলের রপ্তানীমুখী এ বন্দরটি কার্যত অচল। এ বন্দর থেকে ভারতের ত্রিপুরায় পন্য রপ্তানী করে ২০১৩-২০১৪ অর্থ বছরে ২’শ ২৬ কোটি টাকার রপ্তানী আয় হয়েছে। সে রপ্তানীতে এখনবিস্তারিত


অবরোধে আখাউড়া বন্দরের রপ্তানী :: প্রতিদিনকার কর্মচাঞ্চল্যতা নেই

শামীম উন বাছির ::আখাউড়া স্থলবন্দর এখন স্থবির। প্রতিদিনকার কর্মচাঞ্চল্যতা নেই। আগের মত কোলাহল নেই। শ্রমিকরা অলস সময় পাড় করছে। ২০ দলের টানা অবরোধের প্রভাবে নুয়ে পড়েছে এ বন্দরের রপ্তানী আয়। শুধু এ স্থলবন্দর থেকে লাখ লাখ ডলার রপ্তানী আয় থেকে বঞ্চিত হচ্ছে দেশ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। রপ্তানীমুখী আখাউড়া স্থলবন্দরে স্থবির হয়ে পড়েছে। হরতাল আর টানা অবরোধের প্রচন্ড প্রভাব পড়েছে বন্দরে। দেশের পূর্বাঞ্চলের রপ্তানীমুখী এ বন্দরটি কার্যত অচল। এ বন্দর থেকে ভারতের ত্রিপুরায় পন্য রপ্তানী করে ২০১৩-২০১৪ অর্থ বছরে ২’শ ২৬ কোটি টাকার রপ্তানী আয় হয়েছে। সে রপ্তানীতে এখনবিস্তারিত


ব্যাপক বোমাবাজি ও ভাংচুরের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালিত

শামীম উন বাছির:: ব্যাপক বোমাবাজি ও গাড়ি ভাংচুরের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল হয়েছে। হরতালে দূরপাল্লার কোন যানবাহন ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করেনি বা আসেনি। তবে শহরের প্রধান প্রধান সড়কে সীমিত আকারে হালকা যানবাহন চলাচল করে। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। শহরের কলেজ গেইট, রেল গেইট, কালীবাড়ি মোড়, কান্দিপাড়া, টিএ রোড, কাউতলী মোড়, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড, মাজার গেইট, টেংকের পাড়, কুমারশীল মোড়, ফকিরাপুল ব্রীজ এলাকায়, শিমরাইলকান্দি, পাওয়ার হাউজ রোডে শতাধিক হাত বোমার বিষ্ফোরণ ঘটায় হরতালকারীরা। এসময় ১০টি ব্যাটারি চালিত অটোরিক্সা ভাংচুর চালায়। বুধবার রাতে শহরের বিভিন্ন পয়েন্টে প্রায় শতাধিক হাত বোমার বিষ্ফোরণ ঘটায় র্দুবৃত্তরা।বিস্তারিত


ব্যাপক বোমাবাজি ও ভাংচুরের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালিত

শামীম উন বাছির:: ব্যাপক বোমাবাজি ও গাড়ি ভাংচুরের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল হয়েছে। হরতালে দূরপাল্লার কোন যানবাহন ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করেনি বা আসেনি। তবে শহরের প্রধান প্রধান সড়কে সীমিত আকারে হালকা যানবাহন চলাচল করে। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। শহরের কলেজ গেইট, রেল গেইট, কালীবাড়ি মোড়, কান্দিপাড়া, টিএ রোড, কাউতলী মোড়, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড, মাজার গেইট, টেংকের পাড়, কুমারশীল মোড়, ফকিরাপুল ব্রীজ এলাকায়, শিমরাইলকান্দি, পাওয়ার হাউজ রোডে শতাধিক হাত বোমার বিষ্ফোরণ ঘটায় হরতালকারীরা। এসময় ১০টি ব্যাটারি চালিত অটোরিক্সা ভাংচুর চালায়। বুধবার রাতে শহরের বিভিন্ন পয়েন্টে প্রায় শতাধিক হাত বোমার বিষ্ফোরণ ঘটায় র্দুবৃত্তরা।বিস্তারিত


পাসপোর্ট অফিসে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া ২৪ ডটকমের প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের অচলাবস্থার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চিহ্নিত পাসপোর্ট দালাল-সন্ত্রাসীদের হামলায় দেশ টিভির সাংবাদিক মাসুক হৃদয়সহ তিন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ২৪ ডটকম এর সদস্যবৃন্দ।গত ১২ জানুয়ারি সোমবার দুপুরে শহরের চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে। । ব্রাহ্মণবাড়িয়া ২৪ ডটকম অবিলম্বে এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেপ্তার করার দাবি জানায়।


পাসপোর্ট অফিসে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া ২৪ ডটকমের প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের অচলাবস্থার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চিহ্নিত পাসপোর্ট দালাল-সন্ত্রাসীদের হামলায় দেশ টিভির সাংবাদিক মাসুক হৃদয়সহ তিন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ২৪ ডটকম এর সদস্যবৃন্দ। গত ১২ জানুয়ারি সোমবার দুপুরে শহরের চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে। । ব্রাহ্মণবাড়িয়া ২৪ ডটকম অবিলম্বে এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেপ্তার করার দাবি জানায়।