করোনাভাইরাস প্রেক্ষাপটে ভারতজুড়ে চলছে টানা লকডাউন। বন্ধ হয়ে গেছে মদের দোকানও। ফলে বাড়ছে কালোবাজারি। আর তা ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন।
এ অবস্থায় ভারতে বাড়িতে মদ বানানোর পদ্ধতি গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে। খবর দ্য ওয়ালের।
চাহিদা বাড়ায় কালোবাজারিও বেড়ে গেছে। তাতে একদিকে বেড়েছে দাম, বেড়েছে প্রতারিত হওয়ার আশঙ্কা, আবার অন্যদিকে বেড়েছে প্রশাসনের কড়াকড়িও। তাই মদ বানানোর কৌশল আয়ত্ব করতে গুগলের ওপর চাপ বাড়িয়েছেন অনেক ভারতীয় নাগরিক।
সেই চেষ্টা করতে গিয়ে হচ্ছে সর্বনাশও। কয়েকদিন আগেই উত্তরপ্রদেশে বাড়িতে বানানো মদ খেয়ে মারা গেছেন দুজন। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও পাঁচজন।