Main Menu

নবীনগরে কিশোরি নিখোঁজের ঘটনা বেড়েই চলেছে:: উদ্ধারে হিমশিম খাচ্ছে পুলিশ

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত ১৫ দিনে ৭ জন কিশোরি নিখোঁজের ঘটনায় জনমনে অতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনও এ নিখোঁজের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে হিমশিম খাচ্ছেন।
নবীনগর উপজেলায় গত ১৫ দিনে ৭টি নিখোঁজের সাধারণ ডায়রি অন্তভুক্ত হতে দেখা গেছে। তারা হলেন, উপজেলার হুরুয়া গ্রামের মানিক মিয়ার মেয়ে রোনা আক্তার(১৬),বাড়াইল গ্রামের মৃত লোকমান মিয়ার মেয়ে সোহানা আক্তার(১৭),বাঘাউরা গ্রামের আক্তার হোসেনের মেয়ে সাদিয়া আক্তার(১৫),সাদেকপুর গ্রামের আলম মিয়ার মেয়ে মিতু আক্তার(১২),বিদ্যাকুট গ্রামের হাবিবুর রহমানের মেয়ে শারমিন আক্তার (১৩),ধরাভাঙ্গা গ্রামের উছমান মিয়ার মেয়ে সেতু আক্তার(১৩) ও নবীনগর সদরের কলেজ পাড়ার আবুল খায়েরের মেয়ে প্রিয়ন্তি(১৫)।
তাদের মধ্যে এষনপুর্যন্ত পুলিশ তিন জনকে উদ্ধার করতে পেরেছে। পুলিশ সূত্রে জানা যায়, বাকিদের উদ্ধারের অভিযান এখনো অব্যাহত আছে।
সূত্রে জানা যায়, করোন কালিন সময়ে স্কুল কলেজ বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা অলস জীবন পার করছেন। তাদের এই অলস জীবনযাপনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, মোবাইলে কথপকথন ও পারিবারিক অসচেতনায় নানান সম্পকে জড়িয়ে পরছে কিশোর-কিশোরীরা। তার ফলশ্রতিতে এসব ছেলে মেয়েরা পরিবার ছেড়ে গোপনে অন্যত্র পালিয়ে যাচ্ছেন।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রশিদ নিখোঁজের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক অসচেতনায় এসব নিখোঁজের ঘটনা ঘটছে। আমরা এখন পুর্যন্ত যাদের উদ্ধার করেছি তাদের সবাই প্রেম ঘটিত বিষয়ে ছেলে-মেয়ে পালিয়ে যাওয়ার ঘটনা। বাকি নিখোঁজ কিশোরিদের উদ্ধারের অভিজান অব্যাহত আছে। তাদের উদ্ধার করতে গিয়ে আমাদের থানার অফিসারা অনেক পরিশ্রম করছেন।






Shares