Main Menu

কসবায় ইয়াবা ট্যাবলেট বিক্রেতাকে বাধা দিতে গিয়ে ইউপি আওয়ামীলীগ নেতা-নেত্রী লাঞ্চিত

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধি ::  ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার কায়েমপুর ইউপির মইনপুর এলাকার কুখ্যাত ডাকাত ও মাদক মামলার আসামী মনির মিয়াকে(৩০) ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সময় বাধা দিতে গিয়ে একই ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-নেত্রী (স্বামী-স্ত্রী) লাঞ্চিত হওয়ার সংবাদ পাওয়া যায়।  ২৬ ফেব্রুয়ারী বৃহম্পতিবার  সকাল ১১টায় কায়েমপুর ইউপির এলাকার মইনপুর হাসপাতালের পিছনে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহম্পতিবার  বেলা ১১টার দিকে  মইনপুর গ্রামের মৃত্যু-চাঁন মিয়ার পুত্র মনির মিয়া(৩০) প্রতি দিনের ন্যায় আজও ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে মইনপুর বাজার  ব্যবসায়ী ও কায়েমপুর ইউপি আওয়ামীলীগ সদস্য মোঃ আলাল হোসেন (আলাল) বাধা দেয়। ইয়াবা ট্যাবলেট বিক্রেতা মনির মিয়াকে বাধা দেওয়াকে কেন্দ্র করে মোঃ আলাল হোসেন(আলাল)কে কিল ঘুষি দিয়ে আহত করে। এমতাবস্থায় আহতর স্বামীর সংবাদ পেয়ে ঘটনাস্থলে কায়েমপুর ইউপি মহিলা লীগের সহ সভাপতি মোছাম্মদ পারভিন আক্তারকেও কিল ঘুষি মেরে আহত করে। এই ঘটনাকে কেন্দ্র করে সারা কসবায় সচেতন মহলের মাঝে ধারণ ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহম্পতিবার সকালে কসবা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাঈন উদ্দিন  আমাদের  জানান, আইনমন্ত্রীর বাড়ির ডাকাতি ও ব্রাহ্মণপাড়ার থানার ডাকাতি মামলার সদ্য জামিন প্রাপ্ত আসামী মনির মিয়া। এলাকায় এক জন কুখ্যাত সস্ত্রাস সহ মাদক ব্যবসায়ী হিসেবে তাঁর বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে বলে তিনি জানান। এই বিষয়ে আলালের স্ত্রী পারভিন আক্তার বাদি হয়ে মনির মিয়াকে আসামী করে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান। আলাল হোসেন কসবা উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক বটে। কসবা উপজেলা প্রেসকালের সাংবাদিক বৃন্দ এই আলাল হোসেন ও তাঁর স্ত্রীর উপর বর্বর হামলার নিন্দা প্রকাশ করে ডাকাতি মামলার আসামী ও ইয়াবা ট্যাবলেট বিক্রেতা মনির মিয়াকে দ্রুত গ্রেফতারের দাবী জানান।


-সঞ্জয়






Shares