Main Menu

গঙ্গসাগর এলাকায় ট্রেনের একটি বর্গি লাইন চ্যুত : ঢাকা-চট্টগ্রাম ও চট্রগ্রাম সিলেট ট্রেন চলাচল বন্ধ

+100%-

bogiঢাকা-চট্রগ্রাম রেল পথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নাসিরাবাদ ট্রেনের একটি বর্গি লাইন চ্যুত হয়। এঘটনার পর ঢাকা-চট্রগ্রাম ও চট্রগ্রাম সিলেট রেল পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গঙ্গসাগর রেল স্টেশন মাষ্টার ইউনুছ মিয়া জানান। আজ সন্ধ্য সোয়া ৭ টায় এই রেল পথের গঙ্গসার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রাম গামী নাছিরাবাদ ট্রেনটি গঙ্গসার এলাকা অতিক্রম করা সময় পিছনের একটি বগি লাইন চ্যুত হয়। এঘটনার পর বন্ধ হয়ে পরে এই পথের রেল যোগাযো এতে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্থানে আটকা পরেছে। দূর্ঘটনা পর আখাউড়া থেকে একটি রিলিফট্রেন দূর্ঘটনা স্থলে রওয়া দেয়।  আখাউড়া লোকোসেডের ইনচার্জ মো.মহসিন ভূইয়া জানান,ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেনটি ওই এলাকায় আসলে ট্রেনের একটি বগি লাইন থেকে সরে পড়ে। এ ঘটনার পর পরই ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারি ট্রেন দূর্ঘটনাস্থলে রওনা হয়েছে। তবে কি কারণে এ দূর্ঘটনা ঘটেছে তা তিনি নিশ্চিত করতে পারেননি। আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. ইয়াছিন জানান,ট্রেনের চাকা খুলে এ দূর্ঘটনা ঘটেছে। তবে নাশকতারমুলক কোন ঘটনা নয় বলে তিনি জানান।






Shares