Main Menu

পুলিশী অভিযানে ৪ জন আটক

+100%-

 

 

প্রেস রিলিজ:;

“ব্রাহ্মণবাড়িয়া থানা পুলিশ কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এবং বাসুদেব ইউপি’র যুবদলের সাংগঠনিক সম্পাদককে আটক”

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-১৮(০১)১৫ ধারা-১৪৩/১৮৬/৩৫৩/৩৩২/৩৩৩/ ৩৯৭/৪২৭/ ১১৪ পেনাল কোড তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ এবং মামলা নং-৫৬(০১)১৫ ধারা-১৪৩/১৮৬/ ৩৫৩/৩৩২/৩৩৩/৩০৭/১১৪ পেনাল কোড তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ এর এজাহারনামী আসামী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ সোয়েব (২৮) পিতা-মোঃ সাদিকুল ইসলাম সাং-কলেজপাড়া থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গত ৭ই ফেব্র“য়ারি ২০১৫খ্রিঃ ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-১৯(০১)১৫ ধারা-১৪৩/১৮৬/৩৫৩/৩৩২/৩৩৩/৩০৭/১১৪ পেনাল কোড তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ এবং মামলা নং-৫৬(০১)১৫ ধারা-১৪৩/১৮৬/৩৫৩/ ৩৩২/৩৩৩/৩০৭/১১৪ পেনাল কোড তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ এর এজাহারনামী আসামী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ মহিউদ্দিন ভুইয়া মুক্তার(৪২) পিতা-মৃত নাজিবুল ইসলাম এবং বাসুদেব ইউপি’র যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন ভুইয়া পিতা-মৃত ইউনুছ ভুইয়া উভয় সাং-বাসুদেব থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গত ৭ই ফেব্র“য়ারি ২০১৫খ্রিঃ ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

“বিজয়নগর থানা পুলিশ কর্তৃক ঢাকা মহানগর কোতয়ালী থানা ছাত্রদলের সভাপতি আটক”

গত ৭ই ফেব্র“য়ারি ২০১৫খ্রিঃ গভীর রাতে বিজয়নগর থানা পুলিশ উক্ত থানা এলাকার বিরপাশা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে  মোঃ মোস্তাক আহমেদ(৩০) পিতা-জিল্লুর রহমান সাং-বিরপাশা থানা-বিজয়নগর জেলা-ব্রাহ্মণবাড়িয়া বর্তমানে ৪নং মালিটোলা, বংশাল, ঢাকাকে গ্রেফতার করতে সক্ষম হয়। মোঃ মোস্তাক আহমেদ(৩০) ঢাকা মহানগর কোতয়ালী থানা ছাত্রদলের সভাপতি এবং সে বিজয়নগর থানার মামলা নং-২৬(০১)১৫ ধারা-১৪৩/৩৪১ পেনাল কোড তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ এর আসামী।






Shares