Main Menu

নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন নবী উৎযাপন

+100%-

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া-১নাসিরনগর উপজেলা সদরে ইসলামী দ্বীনের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (স) এর পবিত্র জন্মদিন উপলক্ষে ঈদুল মিলাদুন নবী উৎযাপন করা হয়েছে। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আওয়াল রোজ-সোমবার সুবেসাদের সময় বিশ্ব নবী  আরবে মক্কা নগরীর সম্রান্ত কুরাইশ বংশে পিতা আব্দুল্লাহ মা আমেনার গর্ভে জন্মগ্রহণ করেন।বিশ্ব নবীর এই জন্মদিনকে ঈদে মিলাদুন নবী হিসেবে পালন করে বিশ্ব মুসলিম বাসী। বিশ্ব নবীর জন্মদিন উপলক্ষে নাসিনগরের আলেম ওলামা ধর্মপ্রাণ মুসলমানেরা সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে স্থানীয় ঈদগাহ প্রাঙ্গনে এক আলোচনা সভায় মিলিত হন। মুফ্তি আলা উদ্দিন আল কাদরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান মেহমান ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসানুল হক মাষ্টার। অন্যান্যদের মাঝে আলোচনা রাখেন এড: ইসলাম উদ্দিন দুলাল, ক্বারী আলী আহাম্মদ, কাজী আতাউর রহমান গিলমান,পীর কেবলা মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা এখলাছুর রহমান,সৈয়দ পজলে আজম,মাওলানা কাউছার আহমেদ, সৈয়দ আশরাফুল আবদাল মুখাল্লিদ প্রমুখ।


Shares