Main Menu

নাসিরনগরে স্কুল ছাত্র খুন

+100%-


মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জমি নিয়ে পূর্ব বিরোধ ও মামলা মোকদ্দমার জের ধরে এক স্কুল ছাত্র খুন হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ৩ ঘটিকায় উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামে। ঘটনার বিবরণে জানা গেছে মেদির হাওড়ে ৩৭৪ ও ৩১১ এস এ খতিয়ানের ৭৭ একর জায়গা নিয়ে শাহ আব্দুল্লাহ কল্যাণ ট্রাস্টের পক্ষে সৈয়দ এমাদ মিয়া ও দাঁতমন্ডল গ্রামবাসীর মাঝে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল সকাল ১১ ঘটিকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উক্ত হাওড়ে জমি দখলের প্রস্তুতি নিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওড়ে সংঘর্ষ করতে ব্যর্থ হয়ে সংঘর্ষকারীরা দাঁতমন্ডল গ্রামে হামলা চালিয়ে জুয়াদ মিয়ার ছেলে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র মোঃ খালেক মিয়া (১৫) র উপর চড়াও হয়। হামলাকারীদের হাতে থাকা লোহার পল দিয়ে খালেক মিয়াকে আঘাত করলে  ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ওই ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।






Shares