Main Menu

নাসিরনগর প্রাণী সম্পদ কর্মকর্তার কার্য্যালয়ে অধিকাংশ পদ শূন্য ঝিমিয়ে পড়েছে চিকিৎসা ব্যবস্থা

+100%-

মোঃ আব্দুল হান্নান : ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা পশু সম্পদ কর্মকর্তার কার্যালয়ে দীর্ঘ দিন ধরে অধিকাংশ পদ শূন্য পড়ে রয়েছে । এখানে মোট ১১ টি পদ থাকলে ও  ৬ টি পদই শূন্য রয়েছে । ভেটেরিনারী সার্জনের পদটিও দীর্ঘ দিন ধরে রয়েছে শূন্য । তিনি প্রেষণে রয়েছেন ঢাকা চিড়িয়াখানায়।
একজন সহকারী ভেটেরিনারী সার্জনের পদ ও রয়েছে শূন্য । তাছাড়াও বি এস ১জন ,বিএফএ ১জন ,ড্রেসার ১জন ,অফিস সহকারী একজনসহ মোট ৬ টি পদএ শূন্য রয়েছে । এতে ব্যহত হচ্ছে এলাকার পশু চিকিৎসা ব্যবস্থা ।বুধবার অফিসে গিয়ে দেখা যায়, অফিস সহকারী মোঃ জমসেদ মিয়া একা একা বসে আছেন । কর্মকর্তা কোথায়
জানতে চাইলে তিনি জানান অনেক দিন  যাবৎ স্যার নেই । একদিকে যেমন নেই কর্মকর্তা কর্মচারী অপরদিকে  নেই প্রয়োজনী   ঔষধ সামগ্রী । লোকবল আর প্রয়োজনীয় ঔষধের অভাবে ব্যহত হচ্ছে এলাকার পশু চিকিৎসা ব্যবস্থা ।






Shares