Main Menu

ঝুকিপূর্ণ ব্রীজের উপর দিয়ে চলাচল করছে বাস, যে কোন সময় দুর্ঘটনার সম্ভবনা !

+100%-
প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক নাসিরনগর সরাইল হয়ে জেলা শহর ব্রাহ্মণবাড়িয়া ও রাজধানী ঢাকাগামী বাসগুলো ঝুকিপূর্ণ ব্রীজের উপর দিয়ে চলাচল করছে। অনুমাণ ১৯৬২ সালে নির্মিত নাসিরনগর মহাখাল ব্রীজটি অত্যান্ত ঝুকিপূর্ণ। তাছাড়াও ইছাপুর দুইটি ফান্দাউক কাস্তি নদীর উপর নির্মিত ব্রীজগুলো অত্যান্ত ভয়ানক ঝুকিপূর্ণ। ওই সমস্ত ব্রীজ যে কোন সময় ধ্বষে পড়ে ভয়াবহ সড়ক দূর্ঘটনার সম্ভবনা হয়েছে। তাছাড়াও রাস্তার দুই পাশে বন বিভাগ বিভিন্ন মালিকাধীন গাছপালাও বাঁশঝাড়ের ডালপালার কারণে বাস চলাচল ব্যহত হচ্ছে। জানা গেছে ২২ মে স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এড. ছায়েদুল হক এমপি বাস সার্ভিসের উদ্ভোধন করেন। তার পর থেকেই লোকাল বাসগুলো জেলা শহর ব্রাহ্মণবাড়িয়া আর দূরপাল্লার বাস রাজধানী ঢাকাতে প্রতি দিন যাতায়াত করছে। যাত্রীদের জীবনের নিরাপত্তার দিক চিন্তা করে পুরাতন ঝুকিপূর্ণ ব্রীজগুলো পূর্ণ সংস্কার আর গাছপালা ও বাঁশ ঝাড়ের ডাল-পালা গুলো কেটে পরিষ্কার করা অতিব জরুরী বলে এলাকার সচেতন মহল মনে করছে।






Shares