Main Menu

সরাইল-নাসিরনগর সড়কে গণডাকাতি

+100%-

প্রতিনিধি :সন্ধ্যা রাতেই পুলিশের উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর সড়কে  ডাকাতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সড়কের পুটিয়া-কুন্ডা সেতুর মধ্যবর্তী স্থানে। ডাকাতরা ৬টি সিএনজি চালিত অটোরিকসার যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতদের হামলায় পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য হুমায়ূন করিবসহ ৩জন আহত হয়। ডাকাতির শিকার লোকজন জানান, সন্ধ্যায় সরাইলের বিশ্বরোডের মোড় থেকে ৬টি যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকসা নাসিরনগর সড়কের পুটিয়া-কুন্ডা সেতুর মধ্যবর্তী স্থানে পৌছলে ১০/১২জনের সশস্ত্র মুখোশ পরিহিত ডাকাতদল রাস্তায় ব্লক ফেলে গাড়িগুলোর গতিরোধ করে। পরে ডাকাতরা যাত্রীদের মারধোর করে টাকা-পয়সা, মোবাইল ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতের হামলায় অবসর প্রাপ্ত পুলিশ সদস্য হুমায়ূন কবিরসহ ৩জন আহত হয়। আহত পুলিশ সদস্য হুমায়ূন কবিরকে নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চক্রবর্তী জানান, ডাকাতির বিষয়টি আমি শুনেছি। কেই আমার কাছে অভিযোগ করেনি। উল্লেখ্য, এই সড়কে গত এক সপ্তাহে ৩টি ডাকাতির ঘটনা ঘটে।






Shares