Main Menu

Monday, January 14th, 2013

 

সরাইল-নাসিরনগর সড়কে গণডাকাতি

প্রতিনিধি :সন্ধ্যা রাতেই পুলিশের উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর সড়কে  ডাকাতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সড়কের পুটিয়া-কুন্ডা সেতুর মধ্যবর্তী স্থানে। ডাকাতরা ৬টি সিএনজি চালিত অটোরিকসার যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতদের হামলায় পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য হুমায়ূন করিবসহ ৩জন আহত হয়। ডাকাতির শিকার লোকজন জানান, সন্ধ্যায় সরাইলের বিশ্বরোডের মোড় থেকে ৬টি যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকসা নাসিরনগর সড়কের পুটিয়া-কুন্ডা সেতুর মধ্যবর্তী স্থানে পৌছলে ১০/১২জনের সশস্ত্র মুখোশ পরিহিত ডাকাতদল রাস্তায় ব্লক ফেলে গাড়িগুলোর গতিরোধ করে। পরে ডাকাতরা যাত্রীদের মারধোর করে টাকা-পয়সা, মোবাইলবিস্তারিত


নবীনগরে ‘চেয়ারম্যান বাড়ি’ আগুনে সম্পুর্ণ ভস্মিভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

এস.এ.রুবেল নবীনগর ঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের পশ্চিম পাড়ায় অবস্থিত ‘চেয়ারম্যান বাড়ি’টি (বড় বাড়ি) সোমবার বিকেলে এক ভয়াবহ অগ্নিকান্ডে সম্পুর্ণ ভস্মিভূত হয়। বাড়িটি নবীনগর (পশ্চিম) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম ওরফে শিশু মিয়ার। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে চেয়ারম্যান বাড়ির বিশাল আকারের ঘরটির একটি কক্ষে এলাকাবাসি দাউ দাউ করে আগুন জ্বলে উঠতে দেখেন। নিমিষেই সেই আগুন সাত কক্ষের বিশাল ওই ঘরটিতে ছড়িয়ে পড়লে কিছুক্ষণের মধ্যে পুরো ঘরটি আগুনে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। নবীনগরে দমকল বাহিনী (ফায়ার সার্ভিস) না থাকায় এসময় শত শত লোক প্রায় এক ঘন্টা ধরে প্রানান্তবিস্তারিত


আখাউড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার এক

  [আমরা এ ধরণের খবর প্রকাশে উৎসাহী নয়। শুধুমাত্র বিষয়টি সর্বসাধারণের নজরে আনার জন্য প্রতিবেদনটি প্রকাশ করা হল।  যারা পড়তে চান , নিচের লেখাগুলো সিলেক্ট করে পড়তে পারেন]   প্রতিনিধি : আখাউড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষিত কিশোরী থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষণের অভিযোগে বাবু মিয়া(২২)কে গ্রেপ্তার করে। জানা গেছে, পৌরশহরের দূর্গাপুর গ্রামের ব্যবসায়ী বাবু মিয়া বিয়ে করার প্রলোভন দেখিয়ে কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১৩ অক্টোবর  বিজয়নগর উপজেলার ওই কিশোরীকে সড়ক বাজারের একটি বহুতল ভবনের ভাড়া বাসায় ধর্ষণসহ আপত্তিকর ছবি তোলে।  এতেবিস্তারিত


নবীনগরের জিনদপুর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠিত

  প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৩ জানুয়ারি উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মুক্তিযোদ্ধা আবদুর রউফ স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। আবুল হোসেনকে সভাপতি, হাজ্বী অরুন পলাশকে সাধারণ সম্পাদক, খোরশেদ আলম চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক, আবুল হোসেন তনুকে সিনিয়র সহ সভাপতি ও নাসিম সরকারকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্যের জিনদপুর ইউনিয়ন আওয়ামীলীগের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটিকে জিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অভিনন্দন জানিয়েছেন।


বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির স্মারক লিপি

প্রতিনিধি : জ্বালানী তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি তৎপরতা বন্ধের দাবীতে  সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ওয়ার্কার্স পার্টির সেল কমিটির সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, সদস্য সঞ্জয় পোদ্দার,নুরুর রহমান, আব্দুল আজিজ, সাগর দত্ত ও ফুল  মিয়া।


ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব সংহতির কমিটি গঠিত

শামীম উন বাছির ঃ বর্ণাঢ্য সম্মেলন ও কাউন্সিলরদের ভোটের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব সংহতির কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার রাতে কাউন্সিলরদের ভোটাভুটির শেষে কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এড. রেজাউল ইসলাম ভূঞা শহরের স্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে কমিটি ঘোষনা করেন। কমিটিতে সৈয়দ মোকাব্বেরকে সভাপতি, হোসাইন আহমদ রাজিবকে সিনিয়র সহসভাপতি, নজরুল ইসলাম শাহজাদাকে সাধারন সম্পাদক, আজিম খান বাবুকে  যুগ্ম-সম্পাদক ও সোলায়মান মজুমদারকে  সাংগঠনিক সম্পাদক করা হয়। সম্মেলন উদ্বোধন করেন যুবসংহতির কেন্দ্রীয় সভাপতি  লিয়াকত হোসেন খোকা।


আশুগঞ্জে আ’লীগের সভাপতি হাজী ছফিউল্লাহ, সাধারন সম্পাদক হানিফ মুন্সি নির্বাচিত

প্রতিনিধি : ৯ বছর পর উৎসব মুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন গত রবিবার অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে স্থানীয় হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ একেএম এমদাদুল বারী। উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী ফিরোজ মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। সম্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটে হাজী ছফিউল্লাহ মিয়া সভাপতি ও হানিফ মুন্সী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


আখাউড়া স্থল বন্দরে আমদানী রপ্তানী বন্ধ

প্রতিনিধি॥ সোমবার পৌষ সংক্রান্তির কারনে আগরতলা স্থলবন্দরে শ্রমিকরা কাজ না করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানী রফতানী বন্ধ রয়েছে। জানা যায়, আগরতলা স্থলবন্দরে শ্রমিকরা পৌষ সংক্রান্তির অনুষ্ঠানে যোগ দেওয়ায় বন্দরে কাজ করছেন না। ফলে আগরতলা আখাউড়া বন্দর দিয়ে আমদানী রফতানী বন্ধ রয়েছে। আখাউড়া স্থল বন্দরে আমদানী রফতানীকারক সমিতির সাধারন সম্পাদক মনির হোসেন বাবুল জানান, রবিবার সন্ধ্যায় আগরতলা ব্যবসায়ীরা এক চিঠিতে জানান আগরতলা বন্দরের শ্রমিকরা পৌষ সংক্রান্তির কারনে সোমবার কাজ করবেন না। এ কারনে সোমবার আমদানী রফতানী বন্ধ থাকবে।তবে মঙ্গলবার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়।