Main Menu

নাসিরনগর অভিমুখে শুক্রবার শিক্ষার্থীদের লংমার্চ

+100%-

sahabaghডেস্ক২৪:: সাম্প্রতিক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সহ দেশের বিভিন্নস্থানে হিন্দুদের বাড়ি ঘরে ও মন্দিরে হামলার প্রতিবাদে আগামী শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর অভিমুখে লংমার্চ করবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে এ কর্মসূচি ঘোষণা দেন।

নাসিরনগরে হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলা এবং সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে শাহবাগ মোড়ে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

মন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগ কিংবা মন্ত্রিত্ব বাতিল, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, স্বাধীন সংখ্যালঘু কমিশন গঠনসহ ছয় দফা দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীদের ব্যানারে জড়ো হওয়া আন্দোলনকারীরা। ৩০ নভেম্বরের মধ্যে সরকারকে দাবি মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষার্থীরা। পরে দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।

কর্মসূচি ঘোষণা করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মাইনোরিটি রাইটস মুভমেন্টের ব্যানারে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।






Shares