Main Menu

সরাইলে ১০০ টাকার কাঁঠাল ২৬ হাজার টাকায় বিক্রি!

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাঝারি আকারের একটি কাঁঠাল দাম হাঁকাহাঁকি করে ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।

কাঁঠালটি কিনেন কাঞ্চন মিয়া(৩৫) নামের তরুণ। তাঁর বাড়ি সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে। কাঁঠালটির বাজার মূল্য ১০০ টাকা হবে।

জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর পূর্বপাড়া জামে মসজিদের গাছে একটি কাঁঠাল নামাজ পড়তে আসা মসল্লিদের মধ্যে কেনার জন্য ‘দাম হাঁকাহাঁকি হয়। ১হাজার টাকা থেকে দাম হাঁকানো শুরু। প্রায় আধা ঘন্টা পর্যন্ত মসল্লিদের মধ্যে দাম হাঁকাহাঁকি হয়। শেষে ২৬হাজার টাকা দাম হেঁকে কাঁঠালটি পায় প্রবাসী ফেরত কাঞ্চন মিয়া।

মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম খান বলেন,আমাদের মসজিদের কাঁঠালটি ২৬হাজার টাকায় বিক্রি হয়েছে। আমরা খুশি হয়েছি। এই ২৬হাজার টাকা মসজিদের উন্নয়ন কাজে লাগানো হবে।

কাঞ্চন মিয়া বলেন,”আল্লাহর ঘরের কাঁঠাল তাই মনের তৃপ্তির জন্য কিনেছি। আশা করি খেয়ে প্রশান্তি পাবো।






Shares