Main Menu

মহেশ্বরীদীঘি’র চারপাশে বৃক্ষরোপন ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির এর দিক নির্দেশনায় ৫নং ওয়ার্ডের মধ্যপাড়াস্থ মহেশ্বরীদীঘি (ভাওয়াল দীঘির পাড় পুকুর) চারপাশে বৃক্ষরোপন ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষ। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস এর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় মহেশ্বরীদীঘির চারপাশে প্রায় অর্ধশত ফুল, ফলজ ও ঔষুধী বৃক্ষ রোপন করা হয়। এছাড়াও মহেশ্বরীদীঘির পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চলমান রয়েছে। গতকাল বৃক্ষরোপনকালে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ, সহকারী প্রকৌশলী সবুজ কাজী, পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস বলেন, মহেশ্বরীদীঘিকে তার ঐতিহ্য ও নিজস্ব স্বকীয়তায় ফিরিয়ে নিতে আনতে ইতোমধ্যে বৃক্ষরোপন ও পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দীঘিটির সৌন্দর্যবর্ধনে বাউন্ডারী ওয়াল নির্মাণ, বসার বেঞ্চ স্থাপন, ঘাটলা নির্মাণ, প্রবেশদ্বার নির্মাণ ও অবৈধ দখল উচ্ছেদ করা হবে। এই দিঘীকে শহরের লোকনাথ দিঘীর আদলে গড়ে তোলা হবে। এক্ষেত্রে তিনি দিঘীর পাড়বাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।






Shares