Main Menu

সরাইলে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উৎযাপনের প্রস্তুতিমূলক সভা

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ “জনবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইলে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উৎযাপনের প্রস্তুতিমূলক সভা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও এএসএম মোসার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের সঞ্চালনায় সভায় সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজীজ, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুলসহ কমিটির আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহটি যথাযথ ভাবে উৎযাপনের লক্ষে সভায় সিদ্ধান্ত হয় আগামী ৭ ও ৮ জানুয়ারী উপজেলা চত্বরে মেলার আয়োজন করা হবে। আয়োজন কমিটির আহবায়কের দায়িত্ব পালন করবেন অন্নদার প্রধান শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক। মেলায় ২টি কলেজ, ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি উম্মোক্ত সহ মোট ১৫টি ষ্টল থাকবে।






Shares