Main Menu

সরাইলে নৌকা ২, বিদ্রোহী ২ , বিএনপি- ৩, জাতীয় পার্টি- ০১ ,জাতীয় পার্টির স্বতন্ত্র-০১

+100%-

সরাইল উপজেলায় ২টিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া লাঙ্গলে ১ জন ও ৬টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

চেয়ারম্যান হিসেবে বিজয়ীরা হলেন, উপজেলার সরাইল সদর ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী আব্দুল জব্বার। মোটর সাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৯১৮৬ ভোট, তার নিকটতম প্রতীদ্বন্ধী চশমা প্রতীকে মোঃ আবদুল জব্বার পেয়েছেন ৮২৭১। এই ইউপিতে নৌকা প্রতীকে সেলিম খন্দকার পেয়েছে ৫৭১৯ ভোট।

শাহজাদাপুর আওয়ামী লীগের নৌকা প্রতীকের আছমা আক্তার ৫০০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতীদ্বন্ধী মোঃ আরমান ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৪৪৪ ভোট।

শাহবাজপুর ইউনিয়নে আওয়ামীলীগের খায়রুল হুদা বাদল পেয়েছেন ৬৩১৯ ভোট, তার নিকটতম প্রতীদ্বন্ধী সাবেক চেয়ারম্যান রাজীব আহমেদ অটোরিক্সা প্রতীকে পেয়েছেন ৫১৪৮ ভোট। চুন্টা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক মো. হুমায়ুন কবির ৬৬৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্ধী নৌকা প্রতীকে শেখ মোঃ হাবিবুর রহমান পেয়েছেন ৫২০১ ভোট।

অরুয়াইল ইউনিয়নে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. মোশারফ হোসেন ভূইঁয়া পেয়েছেন ৭২৪৩ ভোট। প্রতীদ্বন্ধী নৌকা প্রতীকের এড. সফিকুল ইসলাম পেয়েছেন ৪৫৪৪ ভোট।

নোয়াগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) চশমা প্রতীক মনসুর আহমেদ পেয়েছেন ৪২৭৭, তার নিকটতম প্রতীদ্বন্ধী অটোরিক্সা প্রতীকে কাজল চৌধুরী ২৮৮৬ ভোট। কালিকচ্ছ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (জাপা স্বতন্ত্র) মোটরসাইকেল প্রতীকে মো. সায়েদ মিয়া পেয়েছেন ৪৮২৫ ভোট। নিকটতম প্রতীদ্বন্ধী ঘোড়া প্রতীকের মোঃ শরাফত আলী ৩৫৫৭ ভোট।

পাকশিমুল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক (বিএনপি) মো. কাউছার হোসেন ৭৬১৬ এবং নিকটতম প্রতীদ্বন্ধী নৌকা প্রতীকে সাইফুল ইসলাম পেয়েছেন ৩৫৩৮। পানিশ্বর ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী মোটর সাইকেল প্রতীক মো. মোস্তাফিজুর রহমান(মিস্টার) ৮২১৩ ভোট পেয়ে বে- সরকারি ভাবে চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন। নিকটতম প্রতীদ্বন্ধী নৌকা প্রতীকে মোঃ দ্বীন ইসলাম ৭৭৯১ ভোট পেয়েছেন।






Shares