Main Menu

নবীনগরে নৌকা ৪, বিদ্রোহী ৭ ও বিএনপির স্বতন্ত্র ১ ও বিনা প্রতিদ্বন্ধীতায় ১ জন চেয়ারম্যান

+100%-

তৃতীয় ধাপে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ৮টিতেই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ৫টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।

নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন ৫২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কবির আহমেদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৯৭৪ ভোট। নবীনগর পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন চশমা প্রতীকে ৩২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ১৮৭৯ ভোট।

নবীনগর পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নূর আলম আনারস প্রতীকে ৫০৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর আওয়ামী লীগের প্রার্থী ফিরোজ আলম পেয়েছেন ৪০৫৯ ভোট। রছুল্লাবাদ ইউনিয়নে খন্দকার মনির হোসেন স্বতন্ত্র পদে লড়ে আনারস প্রতীকে ৫৮৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর আওয়ামী লীগের প্রার্থী আলী আকবর পেয়েছেন ৩৩৯৩ ভোট। শ্রীরামপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকে ৩৩১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাজী জাকি উদ্দিন। আর আওয়ামী লীগ প্রার্থী সৈয়দুজ্জামান পেয়েছেন ২২৮০ ভোট।

জিনোদপুর ইউনিয়নে আনারস প্রতীকে লড়া স্বতন্ত্র প্রার্থী রবিউল ৫১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রউফ পেয়েছেন ৪২৭৮ ভোট। লাউরফতেহপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম ৩৯৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মুজিবুর রহমান সওদাগর পেয়েছেন ২৩৫৫ ভোট।

সাতমোড়া ইউনিয়নে নৌকার প্রার্থী জসিম উদ্দিন আহমেদ ৩৯৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান আনারস প্রতীকে পেয়েছেন ১৮১৬ ভোট। ইব্রাহিমপুর ইউনিয়নে নৌকার প্রর্থী আবু মুছা ৪৩২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নোমান চৌধুরী অটোরিকশা প্রতীকে পেয়েছেন ২৫৫০ ভোট।

সলিমগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আশিকুর রহমান আনারস প্রতীকে ৪৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নে নৌকার প্রার্থী মাইনুল হক পেয়েছেন ৩৬০৬ ভোট। রতনপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা আনারস প্রতীকে ৬৭২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ জাহিদ হোসেন পেয়েছেন ৬৩৭৮ ভোট।

শ্যামগ্রাম ইউনিয়নে নৌকার প্রার্থী শামছুজ্জামান খান ৬১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহজাহান সিরাজ আনারস প্রতীকে পেয়েছেন ৩৫৩৩ ভোট।

এছাড়া বড়িকান্দি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থী মো. লুৎফর রহমান নির্বাচিত হয়েছেন।






Shares