Main Menu

রবীন্দ্র সরোবরে অবগাহন করে বাঙ্গালী জাতি ধন্য হবে অনাদিকাল..জেলা প্রশাসক

+100%-

প্রতিবেদক : জেলা প্রশাসক  নুর মোহাম্মদ মজুমদার বলেছেন রবীন্দ্র সরোবরে অবগাহন করে বাঙ্গালী জাতি ধন্য হবে অনাদিকাল।রবীন্দ্রনাথ ছিলেন বাঙ্গালী জাতির ঐক্যের প্রতীক।তিনি তার সকল সৃষ্টিশীলতায় মানুষ ও মানবতার কথা বলে গেছেন,বলেছেন অসাম্প্রদায়িক চেতনার কথা।রবীন্দ্র চর্চার মাধ্যেমে অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে হবে।

 

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম আয়োজিত বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মজয়ন্তি এবং নোবেল বিজয়ের শতবর্ষ পুর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভপতিত্বে আলাউদ্দিন সংগীতাঙ্গনের সরোদ মঞ্চে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো:মনিরুজ্জামান পিপিএম,সিভিল সার্জন বীর মুক্তিযোদ্বা ডা:শরফরাজ খান চৌধুরী।অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম,সুজন সভাপতি  প্রফেসর মোখলেছুর রহমান,জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্বা আক্তার হোসেন সাঈদ,প্রেস ক্লাব সভাপতি মিজানুর রেজা,হিন্দু বৌদ্ব খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অমরেন্দ্র রায়,দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের সম্পাদক কবি আবদুল মান্নান সরকার,যুবলীগ সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন,সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন,প্রেস কাবের সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি,সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলম,আওয়ামীলীগ নেতা সুমেশ রঞ্জন রায়,কবি কৃপাল নারায়ন চৌধুরী,কবি মহিবুর রহিম, কবি মিলি চৌধুরী,কবি ও সাংবাদিক মনির হোসেন।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন জেলা নাগারিক ফোরামের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্বা রতন কান্তি দত্ত।অনুষ্টানের শুরুতে সাভারের রানা প্লাজা ধ্বসে হতাহত দের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রব, ইকবাল হোসেন কাওসার,গুনীজন সংবর্ধনা পরিষদের সভাপতি আবদুল বাসেত,কমরেড নজরুল ইসলাম,আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্য জসীম উদ্দিন বেপারী,রফিক উদ্দিন ভুইয়া,সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা,জেলা স্বেচ্চাসেবক লীগের সাধারন সম্পাদক আরিফুজ্জামান,খবির উদ্দিন,রনি চৌধুরী,মোশারফ হোসেন,হৃদয় কামাল,এনামুল হাসান সমীর প্রমুখ।
পরে রবীন্দ্র সংগীতানুষ্টানে সংগীত পরিবেশন করেন পীযূষ কান্তি আচার্য,আসিফ ইকবাল,টুম্পা দত্ত,নোশিন আদিবা,শায়লা হাই,শতাব্দি রায়। অনুষ্টানে আবৃত্তি করেন শিশু শিল্পী মানতাশা।নৃত্য পরিবেশন করেন জিয়া ও তার দল এবং শিপন এবং তার দল।অনুষ্টানে কীবোর্ডে সহায়তা করেন আবদুর রাহিম,তবলায় ছিলেন বাবুল মালাকার।






Shares