Main Menu

গুলি-পিস্তলসহ তালিকাভুক্ত সন্ত্রাসী লেনিন গ্রেফতার

+100%-

undefined


শামীম-উন-বাছির : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ, ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান লেনিনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।  বুধবার টি.এ. রোডের তোফায়েল আজম মনুমেন্টের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শহরের কাজীপাড়ার মৃত দুলাল মিয়ার ছেলে।
সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুর রব জানান, সকাল ১১টায় মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় জেলা সদর হাসপাতালের কাছ থেকে ধাওয়া করে টি.এ. রোডের মনুমেন্টের কাছ থেকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা অপর সন্ত্রাসী পালিয়ে যায়। তিনি জানান, ‘গ্রেফতারকৃত লেনিন শহরের তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ ও বোমাবাজ। তার বিরুদ্ধে সদর থানায় হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপ ও বোমাবজির আটটি মামলা রয়েছে।’ জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি জেলা ছাত্রলীগের সম্মেলনে সে সাধারণ সম্পাদক প্রার্থী ছিল। পরে পদ না পাওয়ায় শহরের বেশ কয়েকটি স্থানে এবং ২৫ ফেব্রুয়ারি শহরের ১০টি স্পটে বোমা হামলার চালায়।






Shares