Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

+100%-

শামীম উন বাছির ঃ বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরসহ অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ মার্চ প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এআরডি’র উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন করে দিবসের সূচনা করা হয়। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুজ্জাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীর প্রতিক প্রমুখ।
এদিকে কসবায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। দিবসটি পালনে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক আরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কসবা টি.আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ তাফাজ্জল হোসেন, কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ তসলিম মিয়া, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা ও কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা খাতুন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নন্দিনী নারী সংগঠনের শিল্পীবৃন্দ।






Shares