Main Menu

জেলায় ১২৬০ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে ৮২জনের করোনা শনাক্ত (৫ই জুলাই)

+100%-

মোঃ আজহার উদ্দিন ।। ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ৮২জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ১২৬০ জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে।

রবিবার (৫ই জুলাই) রাতে জেলা সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৬টি নমুনার রিপোর্টে ২৪জন ও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরিতে মেডিসিন এন্ড রেফারেল সেন্টার পিসিআর ল্যাবের ৩৮৬টি নমুনা রিপোর্টে ৫৮ জন সর্বমোট জেলায় ৪৩২টি নমুনা রিপোর্টে নতুন ৮২ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়।

৫ই জুলাই রবিবারের রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ২৬জন, আখাউড়া উপজেলায় ০৬জন, বিজয়নগর উপজেলায় ০৭জন, নবীনগর উপজেলায় ২৪জন, সরাইল উপজেলায় ০২জন, আশুগঞ্জ উপজেলায় ০৬জন ও কসবা উপজেলায় ১১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

জেলায় রবিবার পর্যন্ত ১২৬০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪২৭ জন, আখাউড়া উপজেলায় ৮৮ জন, বিজয়নগর উপজেলায় ৪৬ জন, নাসিরনগর উপজেলায় ৫২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৯৬ জন, নবীনগর উপজেলায় ১৯৮ জন, সরাইল উপজেলায় ৮৯ জন, আশুগঞ্জ উপজেলায় ৬৮ জন ও কসবা উপজেলায় ১৯৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । জেলায় নতুন ১৮জন সুস্থ হয়েছে। নতুন মৃত্যু সদর উপজেলায় ১জন ও নবীনগর ১জনসহ জেলায় ২জন মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সর্বশেষ জেলায় আক্রান্তদের মধ্যে ২৭০ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২২জন। আইসোলেশনে চিকিৎসাধীন(ব্রাহ্মণবাড়িয়া জেলায়- ৮৭২জন ও জেলার বাহিরে ৩৪জন)সহ বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৯০৬ জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১০৯৭৪ জনের পিসিআর রিপোর্টের জন্য নমুনা সংগ্রহ হয়েছে৷ যার মধ্যে পাওয়া ১০৪১১ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১২৬০ জন আক্রান্ত হয়েছে৷






Shares